বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে আজ ২৬ মে শুক্রবার অপরাহ্ন ৬টায় দলীয় কার্যালয়ে যুব-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ ও সিপিবি নেতা কমরেড লুৎফুল হক মিঠু। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, প্রভাষক রামপ্রসাদ রায়, মিঠুন মণ্ডল, হরষিৎ মণ্ডল, ভবেশ রায়, প্রভাষক শাহীন মোল্লা, প্রভাষক জয়ন্ত শীল, প্রভাষক নিরুপম মণ্ডল প্রমুখ। প্রশিক্ষণকালে কমিউনিস্ট পার্টি ও পার্টির আদর্শ-উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। একজন প্রকৃত কমিউনিস্ট হতে গেলে যে ত্যাগ, সহিষ্ণুতা, ধৈর্য, একনিষ্ঠতা প্রভৃতির সমন্বয় থাকা আবশ্যক। এ সম্পর্কে দেশের ও বিশ্বের খ্যাতিমান কমিউনিস্টদের নাম উল্লেখ করা হয়। একই সাথে নিয়ত অনুশীলন ও পড়াশুনা করাও বিশেষভাবে কর্তব্য বলে বলেন প্রশিক্ষকগণ।