
বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বটিয়াঘাটা উপজেলার সাবেক সভাপতি প্রবীণ বিপ্লবী কমরেড শান্তিরাম দত্ত মঙ্গলবার সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কমরেড শান্তিরাম দত্ত পাকিস্তান আমল থেকে কমরেড রতন সেনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে তিনি পার্টির সদস্যপদ লাভ করেন। মুক্তিযুদ্ধের পর ইউনিয়নের রিলিফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি বটিয়াঘাটা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কমরেড শান্তিরাম দত্তের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, জেলা কমরেড ডা: মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, বটিয়াঘাটা উপজেলা সভাপতি কমরেড অশোক সরকার, সাধারণ সম্পাদক কমরেড সুবীর বর্ধন প্রমুখ নেতৃবৃন্দ।