বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগরীর সদর থানা কমিটির সাথে শাখা সম্পাদকদের মতবিনিময় সভা শনিবার অপরাহ্ন ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবুর সঞ্চালনায় অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড এইচ এম শাহাদাৎ, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড জাহানারা আক্তারী, কমরেড দুলাল সরকার, কমরেড ফজলুর রহমান প্রমুখ। সভায় দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে কোনো হেলাফেলা নেই। ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সিপিবিসহ বাম ঐক্যের মাধ্যমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সভায় প্রতিটি মহল্লায় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড প্রসারিত করে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত