ক্রীড়া প্রতিবেদক : এ বছর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর–অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় নারীরা। দুই প্রতিবেশী দেশের সবগুলো ম্যাচই হবে চায়ের শহরে।
আগামীকাল রোববার (২৮ এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচ মাঠে নামবে দুই দল। এর আগে আজ সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জোতি এবং তার ভারতীয় প্রতিপক্ষ হরমনপ্রীত কৌর।
মাঠে নামার আগে শুক্রবার সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন শেষে সহ-অধিনায়ক নাহিদা আক্তার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে, আশা করি ভালো প্রস্তুতি হবে।’
গত বছর জুলাই মাসে ঘরের মাঠে এই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র এবং টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ এবার আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নাহিদার কথায়, ‘আমাদের চেষ্টা থাকবে ভালো খেলে কিভাবে আমরা জয়লাভ করতে পারি। আমরা ভালো ছন্দে আছি, যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।’
সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।