জন্মভূমি ডেস্ক : সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনাও জারি করা হয়েছে, যাতে ভারতের উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএসএফ। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তে এই অপস অ্যালার্ট জারি করা হয়েছে যা ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে দীর্ঘ এই সীমান্তের দায়িত্বে থাকা সব বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। বিএসএফের পরিভাষায় এই নির্দেশনাকে ‘অপস অ্যালার্ট’ বলা হয়েছে।