জন্মভূমি ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তে বিএসএফের গুলিতে আক্কাস আলী (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্তের কাছে ফাঁসিদেয়া ব্লকের চটহাট অঞ্চলের খুদিগজ গ্রামে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত আক্কাস আলী তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪নং সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্ত এলাকার লোকজন। সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আক্কাস আলী দুই সন্তানের জনক। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, শুনেছি সীমান্তে ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছি পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত