জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্টে বিজিবির টহল দল ভারত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে নগদ ১ লাখ ৪৩ হাজার একশ ডলার ও ১০ হাজার ইউরো উদ্ধার করেছে। এ সময় তাপস শেখ (২৫) নামের ওই যাত্রীকে আটক করা হয়।
শনিবার দর্শনা বিজিবি আইসিপি সীমান্ত চেকপোস্টে এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার তাপস ঢাকা ভাঙ্গাপ্রেস যাত্রাবাড়ি এলাকার জালাল উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, বেলা ১১টার দিকে তাপস শেখ ভারত থেকে দর্শনা সীমান্ত চেকপোস্ট হয়ে ফিরছিলেন। এ সময় বিজিবির সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগে রাখা নগদ ১ লাখ ৪৩ হাজার ১শ ডলার ও ১০ হাজার ইউরোসহ তাকে আটক করা হয়। এসব ডলার ও ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, এ বিষয়ে দর্শনা চেকপোস্ট হাবিলদার আ. জলিল বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।