বিজ্ঞপ্তি : সুইডেনে সরকারের সহায়তায় পবিত্র ঈদুল আজহার দিনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি। সোমবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুইডেন পবিত্র কোরআন পোড়ানো নিয়মিত কাজে পরিণত করেছে। পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছে দুই ব্যক্তি। যা শুধু কোরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।
পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশ কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ ও ২০২২ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থিরা। এ নীতিহীন ন্যক্কারজনক অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছে। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের সকল বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় পবিত্র কোরআন অবমাননা করলে আমরা চুপ থাকব; বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবি। নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে পবিত্র কুরআনে অগ্নি-সংযোগকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সুইডেন সরকারকেই নিতে হবে। তাদেরকে সন্ত্রাসীদের কাতারেই বিবেচনা করবে বিশ্ববাসী।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।