বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসব নেই, আছে উৎকন্ঠা। প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নেই। আছে সাজানো নির্বাচনে রূপরেখা। শনিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি কর্তৃক আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। একইসাথে এ নির্বাচনের বিস্তারিত দিক তুলে ধরে আগামী ৮ জুন খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সম্পাদক এড. কুদরত ই খুদা। অংশ নেন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নিজাম উর রহমান লালু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সোহরাব হোসেন, খলিলুর রহমান সুমন, এড. মামুনুর রশীদ, শেখ হেদায়েত হোসেন, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আইনুল হক, আসিফ ইকবাল প্রমুখ। সভায় কেসিসি নির্বাচন শেষে সুজন মহানগর ও জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত