জন্মভূমি ডেস্ক : সুনামগঞ্জে মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাহিরপুরের মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন—তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মো. শাহ আলম (৫০) ও একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)।
নিখোঁজ হওয়া শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়াকে ঢাকা পাঠানোর জন্য দুপুরে তাহিরপুরের আসেন শাহ আলম ও আবুল ফয়েজ। ছেলে আকাশ মিয়াকে সুনামগঞ্জের গাড়িতে তুলে দেয়। পরে তারা বিকেল ৪টার দিকে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। বিকেল সাড়ে চারটার দিকে মাটিয়ান হাওরে এলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। তারা দুজনও পানিতে পড়ে নিখোঁজ হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ঝড়ের কবলে পড়ে দুজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত