
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় লিডার্সের আয়োজনে বৃহস্পতিবার(৩ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা হলরুমে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ জন নারীকে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন ট্রেডে বিকল্প জীবিকায় সহায়তা হিসাবে মাথা পিছু ১০ হাজার করে মোট ১ লক্ষ টকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। তিনি বলেন, এই ধরণের উদ্যোগ শুধু নারীর ক্ষমতায়ন নয়, বরং পরিবেশ রক্ষায়ও একটি ইতিবাচক ভূমিকা রাখে। স্থানীয় নারীদের সম্পৃক্ততা সুন্দরবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ কৌশল। তিনি আরো বলেন সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের আজ যদি উপকূলীয় এলাকায় সুন্দরবন না থাকতো তাহলে ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগে আমরা বছর বছর ক্ষতিগ্রস্ত হতাম এক পর্যায়ে উপকূলীয় অঞ্চলে বসবাস করা আমাদের অসম্ভব হয়ে পড়তো সেই কথাটি সকলকে মাথায় রেখে সুন্দরবন রক্ষায় এগিয়ে আসতে হবে। শুধু বন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বে সুন্দরবন রক্ষা ঝুঁকি হয়ে পড়ছে সে কারণে এই দায়িত্ব আমাদের সকলকে কাঁধে নিতে হবে। তিনি আরো বলেন সুন্দরবনের মাছ কাঁকড়া পরশু প্রাণী গাছগাছালি যাতে কোন প্রকার কেহত ক্ষতি করতে না পারে সে জন্য সকলকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প জীবিকা এবং সচেতনতা তৈরি করতে হবে। এই নারীরা এখন শুধু উপার্জনের পথেই হাঁটছেন না, তারা পরিবেশ সংরক্ষণের অংশীদারও হয়ে উঠছেন।
কর্মসূচির আওতায় নির্বাচিত নারীদের মাছ চাষ, কাঁকড়া চাষ, জৈব সার তৈরি, সবজি চাষ ও ক্ষুদ্র ব্যবসার মতো পরিবেশবান্ধব ট্রেডে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা পূর্বে প্রদান করা হয়েছে। জানা যায় পরবর্তীতে তাদের বিকল্প জীবিকায় আরও অর্থ সহায়তা প্রদান করা হবে।