প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৮:১০ পি.এম
সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় ফিশিংবোটবহর

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিং বোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে। আবহাওয়া বিভাগ তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে
সুন্দরবনের দুবলার ভেদাখালী খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিং বোট মাঝি ইলিয়াস হোসেন শনিবার সন্ধ্যা সাতটায় মোবাইল ফোনে বলেন, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তল হয়ে উঠেছে। প্রবল ঝড়ো বাতাস প্রচন্ড ঢেউ এবং বৃষ্টিতে সাগরে
টিকতে না পেরে শত শত ফিশিং বোট সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুইদিন যাবত সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সাগরে জাল ফেলতে না পেরে তাদের মাছ ধরার ট্রলারগুলো উপকূলের মহিপুর কুয়াকাটা নিদ্রা ছকিনা পাথরঘাটা রায়েন্দা সহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে অনেক ফিশিং বোট সুন্দরবনের ভেদাখালি খাল সহ বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া