
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনকর্মীরা । শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে কাচিকাটা টহল ফাঁডির সদস্যরা গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটির মরদেহ উদ্ধার করে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে দাবী করেন তিনি।