সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন- ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার চরখালী বাজারের সুব্রত মন্ডলের ছেলে সুদিত মণ্ডল (৪৫), জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার (৪৫), গোপাল মণ্ডলের ছেলে গৌরঙ্গ মণ্ডল (৪০) ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, আটকদের লোকালয়ে আনা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত