
শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুদের হাতে অপহৃত ২০ জন জেলের মধ্যে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছে ১৪ জন। সোমবার রাতে তারা জলদস্যুদের থেকে মুক্তি পেয়ে একই রাত ও মঙ্গলবার সকালে লোকালয় অভিমুখে আসা বিভিন্ন নৌকাযোগে বাড়িতে ফিরেছে। তবে মুক্তিপণের টাকা কম দেয়ার পাশাপাশি অনেকে এখনো পরিশোধ করতে না পারায় ছয়জন জেলেকে এখনো মুক্তি দেয়া হয়নি। এসব জেলে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাশ(অনুমতিপত্র) নিয়ে মাছ শিকারের জন্য গত ১৪ জানুয়ারী সুন্দরবনে গিয়েছিল। গত ২২ জানুয়ারী রাতের বিভিন্ন সময়ে মামুন্দো, চুনকুড়ি ও মালঞ্চ নদীসহ কলাগাছিয়া খাল থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। এসময় একটি বিকাশ(০১৭৪১৮৮২৬৫৭) নম্বর দিয়ে উক্ত নম্বরে যোগাযোগ করে মুক্তিপণের অংক জেনে নিয়ে সেখানে টাকা পাঠাতে বলা হয়। ফিরে আসা জেলেরা হলো ইব্রাহিম, আবু তাহের, আবুল কালাম, আইয়ুব আলী, দিলীপ মন্ডল, উজ্জল সরদার, আশিকুর, আছাদুল, হাফিজুর, সামছুর রহমান, আবুল হোসেন, রহমত আলী, আকরাম ও আবু সাঈদ। ফিরে আসা জেলেদের মধ্যে আবু তাহের ৩৫ হাজার, আবুল কালাম ৩৫ হাজার, ইব্রাহিম ৪০ হাজার, আইয়ুব আলী ২৫ হাজার, দিলীপ ৪০ হাজার, উজ্জল ৪০ হাজার, আশিকুর ২৫ হাজার এবং হাফিজুর ও আছাদুল ২৫ হাজার করে টাকা পরিমোধ করেছে। ফিরে জেলেদের মাধ্যমে জানা যায় আট সদস্যের জলদস্যুরা অস্ত্রের মুখে এসব জেলেকে অপহরণের সময় নিজেদের ‘ডন বাহিনী’ বলে পরিচয় দিয়েছিল। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মৌখলী গ্রামের সফিকুল ওরফে ভেটো সফিকুল এবং আটিরউপর গ্রামের শাহাজান উক্ত জলদস্যু দলকে নেতৃত্ব দিচ্ছেন। মুক্তিপণের টাকা ২০ হাজার দেয়ায় তারা রাজেত আলীকে ছাড়েনি। একইভাবে পরিবারের থেকে টাকা না পাঠানোর অভিযোগ তুলে মীরগাং গ্রামের মুজিবর, হরিনগর গ্রামের নজরুল ইসলামসহ ছয় জেলেকে এখনো মুক্তি দেয়নি জলদস্যুরা। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মোঃ ফজলুল হক জানান জেলেলা অপহরণের শিকার হওয়ার পরপরই বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছিল। ইতিমধ্যে কয়েকজন জেলে ফিরেছে বলেও জেলেদের মাধ্যমে তথ্য মিলেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান জেলেদের অপহরণের খবরটি পুলিশ গনমাধ্যম কর্মীদের ম্যাধমে ঘটনার দিনই জেনেছিল। কিন্তু অপহরণের শিকার কোন জেলের পরিবার সে বিষয়ে কোন অভিযোগ জানাননি। তবে কোন জেলে মুক্তিপণ দিয়ে ফিরেছে কিনা সে তথ্যও কেউ দেয়নি। বিষয়টি নিয়ে খোঁজ নেয়ার চেষ্টা চলছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত