মোরেলগঞ্জ প্রতিনিধি : মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ সুন্দরবনের পুর্ব চাদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুনের সর্বশেষ পরিস্হিতি দেখার জন্য ঘটনাস্হল পরিদর্শন করেন।
সোমবার (২৪ মার্চ) বেলা ১২ টায় তিনি ঘটনাস্হল পরিদর্শনে যান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বনবিভাগের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৬ টি ইউনিটের কর্মকর্তাবৃন্দ। ঘটনা পরিদর্শন শেষে তিনি বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত অংশে ফায়ার লাইন দিয়ে আগুন ছড়ানো বন্ধ করা হয়েছে। তবে জোয়ারের সময় ছাড়া পানি না পাওয়ায় পানি ছিটাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে এবং বিকেলের জোয়ারে পানি পেলে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত