
শরণখোলা আঞ্চলিক অফিস: পূর্ব সুন্দরবনের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে। তিনটি ডিংগি নৌকাসহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাছ ধরার জাল। এ সময় ৬ জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানিয়েছেন। বনবিভাগ সূত্রে জানা যায়, শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার ( ২২ অক্টোবর) বিকেল চারটার দিকে নিয়মিত টহল কালে শেলারচর বনাঞ্চলের সিংগারটেক অভয়ারণ্যের খালে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখতে পেয়ে ৬ জন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা তিনটি ডিংগি নৌকাসহ দুইজন জেলেকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাছ ধরার চরপাটা জাল। আটক জেলেরা হচ্ছেন, খুলনার পাইকগাছা উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত: মফিল সানার পুত্র মোঃ লাভলু সানা (৫৭) ও একই উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত: জেহের আলী গাজীর পুত্র মোঃ নজরুল ইসলাম(৫০)। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে আটক জেলেরা মাছ ধরার পাস নিয়ে অবৈধভাবে অভয়ারণ্যের খালে মাছ ধরার জন্য জাল ফেলেছিলো। নৌকায় পাওয়া পাস অনুযায়ী দেখা যায়, সুন্দরবনের মধ্যে পালিয়ে যাওয়া জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। এ বিষয়ে বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে এসিএফ জানিয়েছেন।

