
শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী বনাঞ্চলে বৃহস্পতিবার দুপুরে ফাঁদে আটক হরিণসহ প্রায় দুই হাজার ফুট মালা ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সুন্দরবনের মৃগামারী বনাঞ্চলে হেটে টহলের সময় মৃগামারী সাইট খালের বনের মধ্যে ব্যপক জায়গা জুড়ে হরিণ শিকারের মালা ফাঁদ পাতা এবং একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে প্র্য়া রদুই হাজার ফুট মালা ফাঁদ উদ্ধার করেন। শিকারীর পাতা ফাদঁ থেকে উদ্ধার করা হরিণটি তৎক্ষনাত সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, মৃগামারী বনাঞ্চলে ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত ও ফাঁদ আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

