
শরণখোলা আঞ্চলিক অফিসঃ সুন্দরবনের কচিখালীতে মঙ্গলবার দিবাগত রাতে বনরক্ষীদের হাতে আটক হছে কুখ্যাত তিন হরিণ শিকারি। এ সময় জব্দ করা হয়েছে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণধরার মালা ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম। আটক শিকারীদের বুধবার (১৪ জানুয়ারী) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাত দশটার দিকে নদীতে নিয়মিত টহলের সময়। সুন্দরবনের কচিখালীর বাহির সুকপাড়ায় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে থামাতে সংকেত দিলে ট্রলারটি সুন্দরবনের পাশে ভিড়িয়ে ট্রলার থেকে লাফিয়ে পড়ে চারজন শিকারী সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা ট্রলার থেকে অপর তিনজনকে আটক করতে সক্ষম হয়। বনরক্ষীরা ট্রলারে তল্লাশি করে ৬০০ ফুট হরিণ ধরার মালা ফাঁদ একটি ককশিট, দুইটি ছুরি, দশটি প্লাস্টিকের বস্তাসহ হরিণ শিকারের আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেন। আটক শিকারিরা হচ্ছে, অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)।এদের বাড়ী পাথরঘাটার কোড়ালিয়া গ্রামে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা কুখ্যাত হরিণ শিকারী। মঙ্গলবার রাতে তারা সুন্দরবনে হরিণ শিকারের প্রস্ততি নিয়েছিল। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার আসামিদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত