কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনের বনরক্ষীরা অভিযান চালিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আন্দারমানিক এলাকার সংরক্ষিত বনাঞ্চল কালির খালে বিষ দিয়ে মাছ ধরা কালে তিন বোতল বিষ একটি ডিঙ্গি নৌকা সহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের রইজ উদ্দিন খান (৪৫) ও মাসুম মোল্লা (৩৫) আব্দুল হাই গাজী নামের অপার আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন জানান, ১৫ জানুয়ারি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে টহালরত বনরক্ষীরা নিষিদ্ধ বনাঞ্চলের খালে মাছ ধরা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাদেরকে বিষের বোতলসহ হাতে নাতে আটক করা হয় । এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত