উপকুল প্রতিনিধি, শ্যামনগর : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রবিউল ইসলাম(৩৫) নামে এক জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে বুড়িগোয়ালীনি স্টেশনের অন্তর্গত কলাগাছিয়া টহলফাঁড়ির পাশর্^বর্তী কলাগাছিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।
অপহৃত জেলের স্বজনরা জানায় রবিউল ইসলাম শনিবার সকালে বুড়িগোয়ালীনি স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ(অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যায়। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকাল সাতটার দিকে স্বশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপনের টাকা গ্রহন করবে বলেও তারা জানিয়ে দেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেএড হাসানুর রহমান জানান কোন জেলের অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন অভিযোগ করেনি। তবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান অপহরণের শিকার জেলের পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।
সুন্দরবনে মুক্তিপনের দাবিতে জেলেকে অপহরণ
Leave a comment