কয়রা প্রতিনিধি : সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ১টি মৃত হরিণসহ ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্টেশনের অধিনস্থ টেকের খাল এলাকা হতে এই মৃত হরিণসহ ফাঁদ উদ্ধার করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত