
শেখ মোহাম্মদ আলী,শরণখোলা : তিন দিনের ব্যবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরো একটি চিত্রল হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। জোংড়া টহল ফাঁড়ীর বনাঞ্চলে রবিবার দুপুরে ফাঁদে আটক হরিণসহ তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার হয়েছে। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (১১ জানুয়ারী) সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে হেটে টহলের সময় সুন্দরবনের কালীরখাল সংলগ্ন বনের মধ্যে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে আরো তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার করেন। শিকারীর পাতা ফাদে আটক হরিণ টিকে উদ্ধার করে হরিণটি তৎক্ষনাত সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জোংড়া বনাঞ্চলে শিকারীদের বানানো একটি টংঘর ভেঙ্গে দিয়েছেন বনরক্ষীরা। এর আগে গত ৮ জানুয়ারী মৃগামারী বনাঞ্চলে শিকারীদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার বনে ছেড়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত