শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের শেলারচরে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে শীতজনীত ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক শুঁটকিকরণ জেলের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার জানান, শেলারচরের মৌসুমী জেলে মহাজন লিটন মোল্লার জেলে ঘরে মাছ শুঁটকিকরণ কাজে নিয়োজিত মোস্তফা শেখ সোমবার দিবাগত রাতে মাছ বাছাই শেষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর রাতে সে ঠান্ডাজনীত কারণে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত জেলের বাড়ী বাগেরহাটের রামপালের সুলতানিয়া গ্রামে। সে ঐ গ্রামের আহম্মদ আলী শেখের পুত্র।
মঙ্গলবার সকালে মৃত জেলেকে তার গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত