
দাকোপ (খুলনা) প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জধিন কালাবগি স্টেশনের বনপ্রহরিদের অভিযানে ১টি নৌকাসহ ৫০ কেজি হরিণের মাংস জব্দ হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়। শনিবার ভোর ৪টায় সুন্দরবনের কালাবগি খাল এলাকায় টহলরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কালাবগি এলাকার আঃ মজিদ গাজির ছেলে ইয়াসিন গাজি (৪৫) ও একই এলাকার মৃত হাসান সানার ছেলে মাসুদ সানা (৩৮)। এবিষয়ে কালাবগি স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ আঃ ছালাম বলেন সুন্দরবনের কালাবগি খালে টহলের সময়ে পাশ পারমিট না পাওয়ায় ইয়াসিন ও মাসুদকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে পিওআর মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কোট হাজতে পাঠানো হয়েছে।

