মোঃ এজাজ আলী
মহামারীর দ্বিতীয় দফায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। আজ থেকে (১লা সেপ্টেম্বর) থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হচ্ছে বলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন। তিনি বলেন, সুন্দরবন ভ্রমণ নীতিমালা অনুসরণ করে প্রতিটি লঞ্চ, জাহাজে সর্বোচ্চ ৭৫ জন যাত্রী বহন করার কথা বলা হয়েছে। এর সাথে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। এ সময় সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হড়বাড়িয়া, হিরনপয়েন্ট, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট, ট্রলারসহ বিভিন্ন নৌযানে যেতে পারবেন দর্শনার্থীরা, বলেন তিনি। মহামারীর কারণে ২০২০ সালের ২৬ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ২০২০ সালের ১ নভেম্বর থেকে স্বল্প পরিসরে সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হয় দর্শনার্থীদের। সে সময় প্রতি জাহাজে মাত্র ৫০ জন যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছিল। করোনা সংক্রমণ ফের ভয়াবহ আকার ধারন করলে গত ৩ এপ্রিল আবার সুন্দরবনে সকল দর্শনার্থী প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। গত সাড়ে চার মাস ধরে সুন্দরবন ভ্রমণে বন্ধ রয়েছে। ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড জানান, খুলনায় প্রায় শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। পর্যটকদের সাথে সম্পৃক্ত আছেন প্রায় ১৫ শত কর্মকর্তা ও কর্মচারী। বনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্যুর অপারেটরদের বিশাল ক্ষয়-ক্ষতি হয়েছে। কিছুটা হলেও তারা এখন ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সভাপতি মঈনুল ইসলাম জমাদ্দার বলেন, অধিকাংশ ট্যুর অপারেটর প্রথমদিনে বনে যেতে পারবেন না। তার প্রধান কারণ হলো পূর্ব প্রস্তুতি। অনেকেই বুকিং দিয়েছে। ট্যুর অপারেটররা জানতেন না যে, ১ সেপ্টেম্বর সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। না জানার কারণে তিনি অনেক বুকিং ফিরিয়ে দিয়েছেন। স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ ছাড়লে তাদের লস হবে। সাংগঠনিক সম্পাদক শাহজামাল পাপুল জানান, কিছু কিছু অপারেটর অগ্রিম বুকিং পেয়েছে। তারা পর্যটকদের নিয়ে ১ সেপ্টেম্বর বনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী অক্টোবর থেকে ট্যুরের ফুল সিজেন শুরু হবে। মূলত তখন থেকে চার মাস পর্যটকদের চাপ থাকবে। পর্যটকদের চাপ কম থাকায় অধিকাংশই অপারেটর আজ ১ সেপ্টেম্বর বনের উদ্দেশ্যে যেতে পারবেন না বলে তিনি জানান।
সুন্দরবন ভ্রমণের পথ খুলল
Leave a comment