
তালা প্রতিনিধি : দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে বিভিন্ন পরিসেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা অর্ন্তভুক্তি বিষয়ে লবি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠান এড. মুনিরুদ্দিনের সঞ্চালনায় সভায় অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতিমাতুজ্জোহরা, ওসিসি আব্দুল হাই, জেলা তথ্য অফিসার জাহারুল হক, এড. মুনিরউদ্দিন, এড. সাকিবুর রহমান বাবলা, এড. খায়রুল বদরুজ্জামান, নারী নেত্রী ফরিদা আক্তার লাকী, নাগরিক কমিটির আমিনুর রহমান বাবলুসহ অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন।সমাপনী বক্তব্যে সভাপতি উইমেন জব ক্রিয়েশন সেন্টার সেন্টারের কার্যক্রমের প্রসংশা করেন এবং সমাজে পিছিয়ে রাখা নারীদের উন্নয়নে কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত