ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিবার (২৫ জুন) মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জামাল ভূঁইয়ারা। সাফে ২০০৩ সালের পর এটি বাংলাদেশের প্রথম জয়।
বেঙ্গালুরু শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে ভালো খেলে প্রথমে গোল হজম করে তারা। ম্যাচের ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথমে পিছিয়ে থাকলেও বিরতির পর ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। বিরতির পর ৬৭ মিনিটে তারিক কাজী হেডের সাহায্যে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। আর ম্যাচের ৯০ মিনিটে শেখ মোরসালিরেনর গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাঁচা মরার লড়াইয়ে খেলতে নেমে ইতিবাচক শুরুই পেয়েছিল জামাল ভূঁইয়ারা। প্রথম ১৫ মিনিট বল পজেশনে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনটি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। অপরদিকে, বক্সের বাইরে থেকে জোরালো শটে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বিরতির আগ মুহূর্তে রাকিবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে সাফ মিশন শুরুর পর আজ মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জেতার পর পরের ম্যাচে ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত