জন্মভূমি ডেস্ক : গত কয়েক বছর ধরেই বলিউডে আলোচনা চলছে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব পৌঁছে। তবে বিষয়টি চুড়ান্ত হয়নি।
এর পর আর কোনো খবর হয়নি বায়োপিকটি নিয়ে। এবার এই ছবির প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা বরাবরই ভালো ক্রিকেট খেলতে পারেন। আর এই ছবিতে নির্বাচন হওয়ার জন্য প্রাথমিক শর্ত ছিল এটাই।
অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানার সুনাম রয়েছে। তাই প্রযোজক থেকে পরিচালক, সবাই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানার ওপর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মন্তব্য করেন আয়ুষ্মান খুরানা।
তিনি বলেন, তার ইচ্ছেপূরণের তালিকায় থাকা একটি ছবি তিনি করতে চলেছেন। এও জানিয়ে দেন, সেই ছবি ক্রিকেটকে কেন্দ্র করেই। আয়ুষ্মানের এই মন্তব্য শোনার পর থেকেই দুইয়ে দুইয়ে চার করে নিতে খুব একটা অসুবিধা হয়নি কারো।
শোনা যায়, চলতি বছরের শেষ পর্যন্ত দুই মাস ব্যাটে-বলে তাল মিল করতে ব্যস্ত থাকবেন আয়ুষ্মান। দেখা করবেন দাদার সঙ্গে, নেবেন টিপস। এরপরই শুরু হবে ছবির কাজ।