পাইকগাছা অফিস
পাইকগাছায় উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী তিনটা খেলা অনুষ্ঠিত হয়। সকালে পাইকগাছা সাবজোনে টাউন মাধ্যমিক বিদ্যালয় ও
লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মধ্য খেলায়
টাউন স্কুল ২-০ গোলে জয়ী হয়ে জোন চ্যাম্পিয়ন হয়।
বিকালে একই ভেন্যুতে সেমিফাইনালের প্রথম খেলা কপিলমুনি সাবজোনে থেকে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির বনাম রাড়ুলী সাবজোনে থেকে কেডিএস সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়
এর মধ্য খেলায় কপিলমুনি একাদশ না আসায় ওয়াকওভারে কেডিএস সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কে জয়ী ঘোষনা করা হয়।
অপরদিকে, ২য় সেমিফাইনাল পাইকগাছা সাবজোনে চ্যাম্পিয়ন টাউন মাধ্যমিক বিদ্যালয় বনাম গড়ইখালী থেকে গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট এর মধ্যে অনুষ্ঠিত খেলায় টাউন স্কুল ১-০ গোলে আলমশাহী কে পরাজিত করে উপজেলা পর্বে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। উপস্থিত ছিলেন,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ,
প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, নারায়ণ চন্দ্র শিকারী, মধুসূদন সরকার, ইউপি চেয়ারম্যান আঃ সালাম কেরু, সাবজোনের সম্পাদক ও সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল সহ শিক্ষক বৃন্দ। খেলা পরিচালনা করেন তুষার কান্তি মন্ডল, সমীরণ মন্ডল ও আঃ সাত্তার। আজ সকাল ৯টায় কেডিএস সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।