জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছে এক কিশোরী। শুক্রবার সকাল থেকে ওই কিশোরী আড়পাড়া এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে অনশনে বসে।
কিশোরী জানায়, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মামুন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এর পর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে তারা সংসার করেন। কিন্তু হঠাৎ করে মামুন তাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে চলে আসে। এর পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায় না পেয়ে সে শুক্রবার সকালে ওই বাড়িতে আসে। এর পর বাড়ির মধ্য থেকে একজন তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তার পর থেকেই সে ওই বাড়ির সামনে অবস্থান করছে।
সে আরও জানায়, তার বাবা মারা গেছে গত ৫ বছর আগে। মা অন্য স্থানে বিয়ে করেছেন। তারা তিন ভাইবোন। সবাই একটি এতিমখানায় পড়াশোনা করে। এতিমখানায় কারিয়ানা পড়ার সময় মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন স্বামীর বাড়িতে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এ জন্য সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।