জন্মভূমি ডেস্ক : সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকার তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী। কিন্তু কারও সঙ্গেই ভাইজানের সম্পর্ক পায়নি পূর্ণতা। ফলে আজও অবিবাহিত সালমান।
অনেকে ধরে নিয়েছেন বাকি জীবন চিরকুমার রয়ে যাবেন সালমান। আজকাল তাকেও বলতে শোনা যায়, বিয়ের বয়স চলে গেছে। তবে বিয়ে করলে নিজের স্ত্রীকে অভিনয় করতে দেবেন না বলে একবার জানিয়েছিলেন এই তারকা।
‘দশ কা দম’ নামে এক রিয়ালিটি শোয়ে একবার কঙ্গনা রানাওয়াত ও সালমান হাজির হয়েছিলেন। হাজির হয়েছিলেন এক জ্যোতিষীও। কঙ্গনা তাকে অনুরোধ করেন, সালমানের বিয়ে নিয়ে ভবিষ্যৎবাণী করতে।
ওই জ্যোতিষী অনুমান করেন, তার হবু স্ত্রী এই ইন্ডাস্ট্রির অর্থাৎ ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত হবেন না। শুনে সালমান স্পষ্ট উত্তর দেন, ‘যদি সে এই ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব।’ এই বক্তব্যের পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কী করে সালমান এমন মন্তব্য করতে পারেন? তবে সেসবের কোনো উত্তর দেননি তিনি।
সবশেষ মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ছবিটি। মুক্তির পেক্ষায় রয়েছে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। এতে বিপরীতে থাওকবেন ক্যাটরিনা কাইফ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত