স্থানীয় সরকারকে ক্ষমতায়ন একটি উন্নয়নের ইস্যু বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ‘উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা প্রয়োজন।" বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, "কৃষির বাজার ব্যবস্থা মোটেও খারাপ নয়, খুবই ভালো। উৎপাদন বেশি হলে দাম কম হয়। সবার হাতে হাতে মোবাইল। কোন বাজারে কোথায় দাম কম, বেশি সেটা তো মোবাইলের মাধ্যমেই জানা যায়।" জাতীয় পরিকল্পনাবিদ ড. আলম কৃষিবাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী প্রয়োজন আছে সে ব্যাপারে বলতে গিয়ে বলেন, "মধ্যস্বত্বদের কখনো দোষ দিবেন না। কৃষি পণ্যে কখনো সিন্ডিকেশন হয় না।" প্রতিমন্ত্রী আরো বলেন, "কৃষি উৎপাদনে দাম উঠা নামা এটি বিশ্বব্যাপী প্রক্রিয়া।" আগত চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "বাজারকে ভুল বুঝবেন না। বাজার ঠিক আছে। তিনি বলেন, "আপনারা সব সময় শুধু সরকারের খরচ বাড়ানোর অনুরোধ করেন কিন্তু খরচ কমানোর ব্যাপারে কোনো চেষ্টা নাই। আমার অনুরোধ এখন থেকে কিভাবে সরকারের খরচ আরো কমানো যায় সেদিকে খেয়াল রাখুন।" তিনি আরো বলেন, "আপনারা সবাই গ্রামে থাকেন। তাই আপনারা জানেন কোথায় কি প্রয়োজন। সেই প্রয়োজন অনুসাবে সরকারের অর্থ ব্যয় করবেন। আর গ্রামের শৃঙ্খলা বজায় রাখতে যা করা প্রয়োজন সেই ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেন।" দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "দেশের মানুষের মাথাপিছু আয় আগের তুলনায় অনেক বেড়েছে। গ্রামের এমন কোনো বাড়ি নেই যেখানে কালার টেলিভিশন নেই।" ড. শামসুল আলম আরো বলেন, "আপনারা জনপ্রতিনিধিরা এক হয়ে জনগণের সেবা করে যাবেন। আমাদের অনেক নেতা আছে কিন্তু জনগণের সেবা দেওয়ার ব্যাপারে কাউকেই পাওয়া যায় না সেদিকে আপানারা খেয়াল রাখবেন।" মতবিনিময় সভার শুরুতেই প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমিতির নেতারা। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। |
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত