বিজ্ঞপ্তি : রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র, ঈদের বোনাস, ছুটির পাওনা, শিক্ষা ভাতাসহ খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি ও আর,আর জুটমিলের শ্রমিকদের সকল বকেয়া এবং রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর দাবি ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিচারের দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র এবং অন্যান্য পাওনা দাবি আদায় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় প্লাটিনাম জুট মিলের সামনে গেট সভা অনুষ্ঠিত হয়। শেখ মুহাম্মদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন খালিশপুর-দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির।
বক্তারা বলেন, পাটকল বন্ধের ৩২ মাস অতিবাহিত হলেও এখনো সরকার সকল শ্রমিকের বকেয়া পরিশোধ করেনি। শ্রমিকেরা দীর্ঘদিন ধরে সঞ্চয়পত্রের টাকা ও খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি ও আর আর জুটমিলের শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে আন্দোলন করে আসছেন। অবিলম্বে ঈদের আগে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ ও রষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর জোর দাবি জানান। সভায় আরো বক্তব্য রাখেন লাভলু মল্লিক, খলিলুর রহমান, আলমগীর হোসেন, মোশারেফ হোসেন, নূরুল ইসলাম, মোস্তফা খালিদ খসরু, আল আমিন শেখ, শামস শারফিন শ্যামনসহ নেতৃবৃন্দ।