জন্মভূমি ডেস্ক : চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রচ্ছন্নভাবে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিলেন। তিনি বলেন, নতুন করে স্নায়ুযুদ্ধ যদি কাম্য না হয়, তা হলে বড় শক্তিগুলোকে নিজেদের মতপার্থক্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
বুধবার ইন্দোনেশিয়ায় আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী এ কথা বলেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইন্দোনেশিয়ায় আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দক্ষিণ চীন সাগরের আধিপত্য নিতে চেষ্টা চলছে দীর্ঘ দিন ধরেই। এর মধ্যে এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে চীনের দুশ্চিন্তা রয়েছে।
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত আসিয়ানের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে বুধবার। এবার আসিয়ানের পক্ষ থেকে আলাদা করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও কানাডার সঙ্গেও শীর্ষ সম্মেলন হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আমেরিকার প্রতিনিধিত্ব করছেন। লি’র বার্তা মূলত আমেরিকার উদ্দেশে বলেই মনে করা হচ্ছে।
সম্মেলনে লি বলেন, ভ্রান্ত ধারণা, পরস্পরবিরোধী স্বার্থ এবং বহিরাগত হস্তক্ষেপের কারণে বিভিন্ন দেশের মধ্যে মতান্তর এবং বিতর্ক জন্ম নিতেই পারে। সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হলে ইচ্ছেমতো অবস্থান বেছে নেয়া, ব্লকের সঙ্গে ব্লকের সংঘাত ইত্যাদির বিরোধিতা করতে হবে এবং নতুন স্নায়ু যুদ্ধকেও রুখতে হবে।
এর আগে, গত জুন মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর আদলে কোনও মঞ্চ গড়া হলে তার বিরুদ্ধে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত