জন্মভূমি রিপোর্ট :‘সুস্থ রাজনীতি জাতির প্রত্যাশা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক বুধবার বেলা বারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
খুলনা প্রেসক্লাবে হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে শফিকুর রহমান মুশফিক তার ইশতেহার পাঠ কালে বলেন, ‘‘আমাকে সুযোগ দিন, আমি বদলে দেবো”। তিনি বলেন, আমি খুলনা শহরকে নিয়ে অনেক পরিকল্পনা করে রেখেছি। যা সবগুলো এখানে বলা সম্ভব নয়। ইশতেহারে নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মাণ সংরক্ষণ, প্রতি তিন মাসে নাগরিকদের সাথে মুখোমুখি অনুষ্ঠান, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা, মাদক বিরোধী খুলনা গড়ার অঙ্গীকার, নগরীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা ও সমাজ সচেতনতায় যুবসমাজের মতামতের ভিত্তিতে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের পদক্ষেপ, আর্ট গ্লারী নির্মাণ, হোল্ডিং ট্যাক্্র বৃদ্ধি না করে নতুন হোল্ডিং প্রাপ্তি সহজীকরণ, সিটি কর্পোরেশনের আয়ের জন্য নতুন মার্কেট নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আপনাদের কাছে আমার প্রার্থনা হলো- আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন। মনে চাইলে আমাকে ভোট দেবেন। না চাইলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। তবুও আপনারা নির্বাচনকে সফল করে তুলবেন। দয়া করে এই রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ও এর স্বাপ্নকে ব্যর্থতায় পরিগণিত হতে দেবেন না। ভোট কেন্দ্রে আপনাদের সাহসী উপস্থিতি রচিত হতে পারে নতুন ইতিহাস। যে ইতিহাসের স্বাক্ষী হিসেবে প্রস্তুত নগরীর প্রায় লক্ষাধিক নতুন ভোটার। তারা গত একযুগেরও বেশী সময় বিভিন্ন কারণে ভোটাধিকার থেক বঞ্চিত। টেবিল ঘড়ি প্রতীক ব্যক্তি মুশফিকের নয়, এটি নগরবাসীর প্রতিবাদের প্রতীক।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত