প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৯:০৫ পি.এম
স্বপ্ন জাগিয়ে ঘরে ফিরলেন মিরাজ, ব্যর্থ মুশফিকও
![]()
ক্রিড়া প্রতিবেদক
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন দীর্ঘদিন পর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামা সাব্বির রহমান। ৬ বলে ৫ রান করে উইকেট হারান তিনি।
সাব্বিরের বিদায়ের পর ব্যাট করতে নামা সাকিবের সঙ্গে দলকে এগিয়ে নিতে যেতে থাকেন মেহেদি হাসান মিরাজ। শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত টিকতে পারলেন না তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে বোল্ড হন এই ব্যাটার। ২ ছক্কা ও ২ চারে ২৬ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম। করুণারত্নের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার; ৪ রান নিয়ে ফেরেন সাজঘরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস হারে বাংলাদেশ; নামতে হয় ব্যাটিংয়ে। এই আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল টাইগাররা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া