জন্মভূমি রিপোর্ট
এবি পার্টি খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে কর্মশালার আয়োজন করা হয়।
খুলনা অঞ্চল সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আনিছুর রহমান কচির সভাপতিত্বে ও মহানগর সমন্বয়ক কে এম তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
তিনি বলেন, ব্যাক্তি তন্ত্র , পরিবার তন্ত্র ও গোষ্ঠী তন্ত্র পরিহার করে প্রকৃত জনগণের তন্ত্র অর্থাৎ জন তন্ত্র প্রতিষ্ঠা করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে এখনই জাতীকে ঐক্যবদ্ধ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যান রাষ্ট্রে পরিনত করার জন্যই এবি পার্টির জন্ম হয়েছে। স্বাধীনতার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই এবি পার্টি সকল কার্যক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, খুলনা জেলা সমন্বয়ক এসএম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, মোঃ আনিছুর রহমান আনিছ মোঃ শরিফুল ইসলাম সহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত