জন্মভূমি রিপোর্ট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে খুলনা ইসলামী হসপিটাল এন্ড ডায়াগনিষ্ট লিমিটেড। আগামিকাল শনিবার সকাল দশটা থেকে বিকাল পাচটা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ সুহাস রঞ্জন হালদার। সভাপতিত্ব করবেন খুলনা ইসলামী হসপিটাল এন্ড ডায়াগনিষ্ট লিমিটেডের চেয়ারম্যান এম এম ফাহিম ফিরোজ। অনুষ্ঠান পরিচালনা করবেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তারুকদার মোঃ হেলালুজ্জামান।
দিনব্যাপী চলা ক্যাম্পে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিবেন।
খুলনা ইসলামী হসপিটাল এন্ড ডায়াগনিষ্ট লিমিটেডের চেয়ারম্যান এম এম ফাহিম ফিরোজ বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অবিস্মরণীয় দিন। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উপেক্ষিত, বঞ্চিত ও শোষিত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধের মাধ্যমে মুক্তির চেতনায় উজ্জীবিত করে ছিনিয়ে এনেছেন মহান স্বাধীনতা। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সকল শহীদের স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত