
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মন্ময় মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলা একাডেমি গ্রন্থাগার বিভাগের পরিচালক আবৃত্তিজন ড. শাহাদাৎ হোসেন নিপু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবৃত্তিজন ফয়জুল্লাহ সাঈদ।
অনুষ্ঠানে কবি, ফোকলোর গবেষক ও উপস্থাপক ড. শিহাব শাহরিয়ার এবং কবি ইমরোজ সোহেল কে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ২০২৪ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, কোঠা আনন্দোলনের নামে দেশ এখন নৈরাজ্যের পথে এগিয়ে গিয়েছে। স্বাধীনাতা বিরোধী জামায়াত শিবির নতুন করে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীরা আমাদের সন্তানদের ভুল ম্যাসেজ দিয়ে, ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য অবিভাবকদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। ভুল পথ থেকে আমাদের সন্তানদের ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালাইনা। শেখ হাসিনা আছে বলেই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা আমাদের নিরাপদ আশ্রয়স্থল, আমাদের বাতিঘর।