
বিজ্ঞপ্তি : বেগম ফেরদৌসী আলীকে প্রধান উপদেষ্টা এবং এস এম নজরুল ইসলামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আলী সনিকে যুগ্ম-আহবায়ক, ফারুক আহমেদকে সদস্য সচিব, আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ শাহ আলম ও মল্লিক সুধাংশুকে যুগ্ম-সদস্য সচিব করে ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে রোববার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার অধীনে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ আসন্ন সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মল্লিক সুধাংশু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মোঃ সেলিম, আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।