প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:২৩ পি.এম
স্বাধীন ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি : গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সামাজিক সংগঠন 'স্বাধীন ফাউন্ডেশনের' ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) বাগমারা মোহাম্মাদিয়া মসজিদ ও সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম মল্লিক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সহকারী মুখপাত্র ও জন্মভূমি পত্রিকার খুবি প্রতিনিধি আলকামা রমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সুমাইয়া সুলতানা ও সুলতানা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
'স্বাধীন ফাউন্ডেশন' সদস্যদের মধ্যে আসাদুজ্জামান আসাদ, এইচ এম রাসেল হাসান, মেহেদী তরফদার ও মো. আল-আমিনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন সি ইউ সি-এর সভাপতি মো. শাহিন সাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ হোসেনও অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, 'স্বাধীন ফাউন্ডেশন' স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনটি ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা সবার
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া