বিজ্ঞপ্তি : বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনা শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব উপলক্ষে গত শনিবার শ্রী-শ্রী শীতলামাতা ঠাকুরাণী মন্দির দোলাখোলা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালের পর্ব : সকাল ৯টায় বিশেষ প্রার্থনা সভা, সকাল ১০টায় ফ্রি মেডিকেল ও মানসিক সমস্যা পরামর্শ ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) ডাঃ এন এন বারুরী। ক্যাম্প পরিচালনা করেন ডাঃ চিত্তরঞ্জন বাছাড়, ডাঃ বিশ্বজিৎ সরকার, সহযোগী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী, ডাঃ সিদ্ধার্থ বাওয়ালী এবং ডাঃ মৃণ¥য় পাল।
বিকেলের পর্ব : বিকেল সাড়ে ৪টায় বিশ্ব শান্তি কামনায় সম্প্রীতি শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রীমৎ স্বামী ধর্মানন্দজী মহারাজ। শোভাযাত্রাটি শীতলাবাড়ী মন্দির থেকে আরম্ভ করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। বিকেল সাড়ে ৫টায় ১৬০টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের উদ্বোধন করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি। এ পর্বে আলোচনা সভা, বিবেকানন্দ শিক্ষাবৃত্তি প্রদান, বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা’র প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী পরদেবানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর কার্ত্তিক চন্দ্র মণ্ডল, প্রফেসর ড. ফাতেমা হেরেন মালা, শীতলাবাড়ী কার্যকরী সংসদের সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার ও সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ।
‘বর্তমান প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দের আদর্শের প্রাসঙ্গিকতা’র উপর বক্তব্য রাখেন প্রধান আলোচক ডাঃ মিলন বসু। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার এবং সাংগঠনিক বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শশাংক শেখর রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিষদের গভর্নিং বডির সদস্য মুকুন্দ কুমার মণ্ডল। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত