জন্মভূমি ডেস্ক : মোটর সাইকেল আহত দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবকলীগনেতা শহিদুল গাজীকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
বৃহস্পতিবার বেলা ১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাকোপের সুতারখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল গাজীকে দেখতে যান। তারা আহত নেতার চিকিৎসার খোজ খবর নেন। এ সময় তার সাথে খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, শেখ ইমরান হোসেন যুবরাজ, জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ হেলাল বাবু, জেলা ছাত্রলীগনেতা শেখ মোঃ রাসেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য খুলনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের নেতৃত্বে কেসিসি নির্বাচনে দলীয় প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে অনুষ্ঠিত গনসংযোগ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন শেষে বাড়ী ফেরার পথে বুধবার রাতে বটিয়াঘাটায় শহিদুল গাজী মোটর সাইকেল দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় তার মাথা ও মুখের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত