ডুমুরিয়া প্রতিনিধি : বেশী করে বৃক্ষ রোপন করি, দূষণ মুক্ত স্বদেশ গড়ি- এই স্লোগান সামনে নিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করার অভিপ্রায় নিয়ে সোমবার সকালে মাগুরখালী ইউনিয়নের শিবনগর চটচটিয়া ব্রিজের পশ্চিম প্রান্তে যাত্রী ছাউনী সংলগ্ন রাস্তার পাশে বহু বর্ষজীবি বটগাছ, আমলকী গাছ ও তমাল গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সুদীপ্ত মন্ডল, প্রবীর রায়, নিখিল মন্ডল, পরিতোষ মল্লিক, সুজয় রায়, অর্ঘ্য মন্ডল, ইন্দ্রজীৎ মন্ডল, সাগর সরদার, নেপাল রায়, নয়ন প্রমুখ।