রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। তবে এই স্মার্ট দেশ গড়তে হলে আগে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। তাই বর্তমান প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ কার্যক্রম গ্রহণ করেছেন। পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। কেননা যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই দেশের প্রতিটি নাগরিকের সুশিক্ষা নিশ্চিতকল্পে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি আরও বলেন আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই তাদেরকে বিশ্বমানের নাগরিক হতে হবে।
১৫ এপ্রিল বেলা ১২টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের উদ্দেশ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভিন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা টুকু বালা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ১নং আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, টিএসবি ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, হায়দার আলী, কৃষ্ণ পদ রায়, আহসান উল্লাহ, অমল শিকদার, যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি প্রমূখ। পরে এমপি আব্দুস সালাম মূর্শেদী উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত