
জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে দৌলতপুরের ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ তালুকদার আব্দুল খালেক। এ সময়ে তিনি বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি আজ নারীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে নারীদের পিছনে রেখে কোন দেশ তাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারে না। তিনি আরো বলেন, নারীদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের সব ধরণের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে নারীদের সুযোগ সৃষ্টি করেছেন। কারণ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের প্রধান শক্তি হবে নারীরা। এজন্য আগামী নির্বাচনে নারীদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ। দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা বাগচীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা পারভেজ নিপুর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জেসমিন সুলতানা শম্পা, মুক্তা বেগম, এড. সাহারা ইরানি পিয়া, মাহফুজা শাহাবুদ্দিন, কাউন্সিলর মুনিরা বেগম, কাউন্সিলর সাহিদা বেগম, বিউটি ইসলাম বন্দ, শায়লা মাহমুদা, মমতাজ বেগম, রানা পারভেজ সোহেল, নার্গিস আক্তার, জিন্নাত আরা, মিনা মোশাররফ, বিউটি বেগম, বিনু ইসলাম, নিলুফার ইয়াসমিন, হেনা বেগম, বিউটি বেগম, মুক্তা বেগম, জোৎস্না বেগম, মনোয়ারা বেগম, শাহনাজ বেগম, ডলি বেগমসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সংগঠনকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ডের সকলকে এখন থেকে যার যার এলাকায় কাজ করার আহবান জানানো হয়। এছাড়া ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত হয়।