খানজাহান আলী থানা প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছে, দেশের সকল বড়-বড় উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কথা বলে, বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রেখেছেন দেশের মানুষের চিকিৎসা, খাদ্র, বাসস্থানসহ মৌলিক চাহিদা পুরন করতে সক্ষম হয়েছেন। বিশ^ যখন অর্থনৈতিকভাবে টালমাটাল তখন প্রধানমন্ত্রী দরিদ্র মানুষের ঘরে-ঘরে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে। দেশের চলমান সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।’’ তিনি গতকাল ২৯ মার্চ কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির পক্ষ থেকে কেসিসি ২নং ওয়ার্ডের অসহায় দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবু্িদ্দন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ ইউনুচ আলী, শেখ আবিদ হোসেন, যোগিপোল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, কউন্সিলর মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শাহজাহান হাওলাদার, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, মোস্তাফিজুর রহমান মানিক, আলামিন, সেকেন্দ্রার আলী, আবু হেনা বাবলু, বেগ খালিদ, শেখ তরিকুল ইসলাম, নাসির উদ্দিন, লিয়াকত মুন্সিসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত