জন্মভূমি ডেস্ক : চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সংসদীয় আসন হবিগঞ্জ-৪-এর জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি দেশ রূপান্তরের সাথে কথা বলেন। তিনি বলেন, আমার প্রথম পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি কর্মজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। আমি ছাত্রলীগের রাজনীতি থেকে যুবলীগের রাজনীতি করেছি। পাশাপাশি আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম।
ব্যারিস্টার সুমন বলেন, কেবল জনপ্রতিনিধি হলেই মানুষের সেবা করব- এমন নয়। আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বন্যা কিংবা যেকোনো সংকটে শুধু আমার নির্বাচনী এলাকা নয় পুরো দেশে সাধ্য অনুযায়ী কাজ করেছি। আমি এমপি হতে পারব কি-না জানি না কিন্ত আমি মানুষের ভালোবাসা পেয়েছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত