শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : পর্যটনের ভরা মৌসুমে পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবন। গত এক সপ্তাহে কোন পর্যটক সুন্দরবনে যায়নি। হরতাল ও অবরোধের কারণে পর্যটকগণ সুন্দরবনে যাচ্ছেননা এমনই অভিমত ট্যুর অপারেটরদের।
বাংলাদেশ ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, বর্তমানে সুন্দরবনে পর্যটনের ভরা মৌসুম চলছে। অথচ সুন্দরবন পর্যটক শূণ্য হয়ে পড়েছে। পর্যটকরা সুন্দরবনে ভ্রমণের জন্য ইতিপূর্বে বুকিং দিয়ে রাখা বিভিন্ন জাহাজ ও লঞ্চের যাত্রা বাতিল করে দিচ্ছেন। চলমান হরতাল ও অবরোধের কারণে পর্যটকরা এ সময় সুন্দরবনে যাওয়া থেকে বিরত রয়েছেন ফলে পর্যটন ব্যবসার সাথে জড়িত মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন বলে টোয়াস সেক্রেটারী জানান।
চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আজাদ কবীর বলেন,গত এক সপ্তাহ ধরে করমজলে পর্যটকরা তেমন আসা যাওয়া করছেনা।
পূর্ব সুন্দরবনের প্রধান পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুরজিত চৌধুরী বলেন,আগে প্রতিদিন গড়ে ১২/১৪ টি পর্যটকবাহী জাহাজ ও লঞ্চ কটকায় আসা যাওয়া করতো সেখানে গত এক সপ্তাহের মধ্যে একটি নৌযানও কটকায় আসেনি। তবে গত ২৫ অক্টোবর ১৪টি এবং ২৮ অক্টোবর ১২ টি পর্যটকবাহী লঞ্চ জাহাজ কটকায় এসেছিলো। হরতাল অবরোধের কারণে পর্যটকগণ এখন সুন্দরবনে যাচ্ছেননা বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করেন বলে জানিয়েছেন।
হরতাল অবরোধে পর্যটক শূণ্য সুন্দরবন
Leave a comment